যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা উগ্রপন্থিদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ববাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন । এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া তাঁর ভাষণে তিনি এ কথা বলেন। ইসলামি উগ্রবাদের মুখে যুক্তরাষ্ট্রের নের্তৃত্বের ব্যাপারে তিনি তাঁর কল্পচিত্র ঐ ভাষণে তুলে ধরেন। তিনি বলেন বিশ্ব যখন যুদ্ধ ও শান্তির সন্ধিক্ষণে রয়েছে তখন শান্তির পক্ষে যুক্তরাষ্ট্রকে নের্তৃত্ব দিতে হবে। তিনি বলেন যে এ সপ্তায় পাঁচটিঁ আরব দেশের সঙ্গে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে বিমান অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র তার নের্তৃত্বের ভূমিকার প্রমাণ রেখেছে। প্রেসিডেন্ট ওবামার এই ভাষণ বিশেষত সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে বাংলাদেশের বিশিষ্ট বিশ্লেষক ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বলেন আনিস আহমেদ।