অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ নতুন করে সিরিয়া শান্তি আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে


মঙ্গলবার জাতিসংঘ জিনিভায় নতুন করে সিরিয়া শান্তি আলোচনা শুরু করার আমন্ত্রণ জানিয়েছে তবে তাৎক্ষনিক ভাবে এটা জানা যায়নি যে কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সকল গোষ্ঠিই এতে যোগ দেবে কী না। জাতিসংঘে সিরিয়ার দূত স্ট্যাফেন ডি মিস্টুরা ঘোষণা করেন যে শান্তি সম্মেলনের আমন্ত্রণ পাঠানো হয়েছে।

প্রধান সব বিরোধী গোষ্ঠি এবং উপদলগুলোর প্রতিনিধিত্বকারী উচ্চ পর্যায়ের আলোচনা বিষয়ক কমিটি দাবি করছে বিরোধীদের পক্ষে তাদেরই একমাত্র প্রতিনিধি হিসেবে বিবেচিত হওয়া উচিৎ। তবে এই সংগঠনের সঙ্গে যুক্ত নয় এমন অনেক বিরোধী দলীয় ব্যক্তিরাও বলছেন যে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন সিরিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী কাদরি জামিল , যার মস্কোর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এবং কুর্দিশ-আরব জোটের হায়সাম মান্না । তবে সিরিয়ার সব চেয়ে শক্তিশালী কুর্দী পার্টি , ডেমক্র্যাটিক ইউনিয়ন পার্টি বলছে যে তাদের ডাকা হয়নি।

এই সর্বসাম্প্রতিক শান্তি আলোচনাটি শুক্রবার হবার কথা।

এ দিকে রাশিয়ার বিমান অভিযানের সাহায্যে আসাদের প্রতি অনুগত সৈন্যরা , সিরিয়ার দক্ষিনাঞ্চলে বিদ্রোহীদের একটি শহর দখল করে নিয়েছে।

XS
SM
MD
LG