আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমারের নৌ-বাহিনী তাদের জল সীমায় দু’টো নৌক থেকে যে ২০৮জন অভিবাসিকে উদ্ধার করেছে, তার মধ্যে ২০০জন হচ্ছে বাংগালী। ওদিকে, ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারা বৃহষ্পতিবার এক প্রস্তাবে সংখ্যালঘু রহিংগা মুসলমানদের ওপরে নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন।
এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতাদের জহুরুল আলমের রিপোর্টটি শুনতে অডিওতে চাপ দিন।