অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকাতে জিহাদি শক্তির বিরুদ্ধে সহায়তা দানের অন্যান্য উপায় খুঁজছে নেটো: জাতিসংঘ


পশ্চিম সাহারায় জাতিসংঘ মিশনের সদস্যরা মরক্কো ও মৌরিতানিয়ার মধ্যবর্তী এলাকায় হেলিকোপটার থেকে অবতরণ করছেন, ফাইল ছবি, ২৫শে নভেম্বর, ২০২০/ছবি ফাদেল সেনা/এএফপি
পশ্চিম সাহারায় জাতিসংঘ মিশনের সদস্যরা মরক্কো ও মৌরিতানিয়ার মধ্যবর্তী এলাকায় হেলিকোপটার থেকে অবতরণ করছেন, ফাইল ছবি, ২৫শে নভেম্বর, ২০২০/ছবি ফাদেল সেনা/এএফপি

সংবাদ মাধ্যম এএফপি বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের লেখা একটি চিঠি দেখে জানাচ্ছে যে সংঘাত-পীড়িত মালি, নিজার এবং বুরকিনা ফাসো'র সীমান্ত অঞ্চলে বহুজাতিক জি-৫ সাহেল যৌথবাহিনীকে সহায়তা দানের জন্য নেটো জোট বিকল্প খুঁজে দেখছেI এই অঞ্চলে জিহাদি সহিংসতা বৃদ্ধির কারণে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছেনI

মহাসচিব নিরাপত্তা পরিষদকে সাম্প্রতিক চিঠিতে জানান, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা অর্থাত্ নেটো সাপোর্ট এন্ড প্রকিউরমেন্ট এজেন্সির"মাধ্যমে এই সহায়তা দিতে পারে।

গুতেরেজ জানান, তিনি নিশ্চিত যে জি-৫ সাহেল বাহিনীর জন্য জাতিসংঘ সহায়তা দপ্তর খোলার প্রয়োজনীয়তা রয়েছে। এতে মালি, মরিতানিয়া, নিজার, চাদ এবং বুরকিনা ফাসো'র ৫০০০ সৈন্য থাকবে এবং জাতিসংঘ এর অর্থায়ন যোগাবে।

তিনি জানান,এ রকম একটি কৌশলগত উদ্যোগ হবে যৌথ বাহিনীকে টেকসই এবং নির্ভরযোগ্য সহায়তা প্রদানের সব চেয়ে কার্যকর পদক্ষেপI

তবে জাতিসংঘের সবচাইতে প্রধান অর্থ যোগানদার, যুক্তরাষ্ট্র এ যাবৎ এই কর্মসূচিকে প্রত্যাখ্যান করে আসছে। অবশ্য এর প্রতি সমর্থন ব্যক্ত করেছে ফ্রান্স ও আফ্রিকার আরো কয়েকটি দেশI

জুন মাসে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত, জেফ্রি ডেলাউরেন্টিস বলেন,তার দেশ জাতিসংঘের নিরপেক্ষতা বজায় রাখতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং শান্তি রক্ষার প্রয়াসের মধ্যে একটি পরিস্কার পার্থক্য বজায় রাখতে চায়I বহু বছর ধরে যুক্তরাষ্ট্র বলে আসছে যে,তারা জাতিসংঘের সম্পৃক্ততা বৃদ্ধি না করে সাহেল দেশগুলিতে সরাসরি সহায়তায় অগ্রাধিকার দেবে।

মহাসচিব গুতেরেজ বলেন "অব্যাহত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জি-৫ সাহেল যৌথবাহিনী গঠন সাহেল অঞ্চলের ৫টি মূল দেশের রাজনৈতিক সদিচ্ছার এক দৃঢ় বহির্প্রকাশ,যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেতে পারে"I

(এএফপি)

XS
SM
MD
LG