অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুক্রেইনের ভূখন্ডে পাকড়াও করা রূশ সৈন্যদের ভিডিও চিত্র প্রকাশ


য়ুক্রেইনের প্রেসিডেন্ট পেটরো পোরোশেনকো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বেলারুসে বৈঠকে বসবার ক’ঘন্টা আগে,য়ুক্রেইনের তরফে তারই ভূখন্ডে পাকড়াও করা রূশ সৈন্যদের ভিডিও চিত্র প্রকাশ করা হয়।

য়ুক্রেইন আবার নতুন দফায় অভিযোগ তোলে যে রাশিয়া সরাসরিভাবে বিদ্রোহ তত্পরতায় নিজেকে জড়াচ্ছে এবং বলে যে,রাশিয়ার ছত্রি সেনা দলের দশ সৈন্যকে ধরা হয়েছে ডোনেটস্কের সীমান্ত এলাকা থেকে সোমবারদিন।

জুনের পর মিন্সকেই এই প্রথম পোরোশেনকো-পুটিন বৈঠক হলো য়ুক্রেইন সংকট নিয়ে দু’নেতার মধ্যেকার আলোচনার লক্ষে।

বেলারুসের প্রেসিডেন্ট আলেকযেন্ডার লুকাশেনকো বলেছেন-এ আলোচনায় তেমন উল্লেখযোগ্য কিছুই হবার নয়- তবে হ্যাঁ,শান্তি প্রক্রিয়ার সূচনা একটা হতেই পারে এর মধ্যে দিয়ে।

মি:পোরোশেনকো সংসদ বিলুপ্ত করে অক্টোবরের ২৬ তারিখ আগাম নর্বিাচনের ডাক দেবার একদিন পরেই এ বৈঠক হ’লো। টেলিভিশন পদচোরিত ভাষনে য়ুক্রেইনের প্রেসিডেন্ট বলেন-সংসদের শুদ্ধিকরণের জন্যে এ ভোটের দরকার রয়েছে।

এদিকে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতিয় নিরাপত্তা পরামর্শক সুযান রাইস - তাঁর কথায়,য়ুক্রেইনের ভেতরে রাশিয়ার উপর্যুপরি অনুপ্রবেশের জন্যে কড়াভাবে ভর্তসনা করেছেন।

XS
SM
MD
LG