অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের শান্তি প্রক্রিয়া ব্যহত হতে পারে


ইউক্রেন শনিবার দিন রুশ সীমান্ত বরাবর বিধ্বস্ত দানিয়াস্ক বিমান বন্দরের দিকে সেনা সাহায্য এবং সরবরাহ পাঠিয়েছে I প্রচন্ড বিস্ফোরণ এবং গোলাগুলির আওয়াজে ওই এলাকটি কেপে ওঠে I তাই আশংকা বৃদ্ধি পাচ্ছে যে এই পরিস্থিতি চলমান শান্তি প্রক্রিয়াকে ব্যহত করতে পারে I ইউক্রেনের সেনাবাহিনী জানায় যে ৯ মাস ব্যাপী বিদ্রোহ ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত দানিয়াস্ক বিমান বন্দর এলাকা থেকে রুশপন্থী বিচ্ছিনতাবাদিরা শেলিং অব্যাহত রেখেছে I ইউক্রেনের একজন সামরিক মুখপাত্র জানান বিমান বন্দরের অবস্থা সংকটজনক হলেও তাদের বাহিনীকে খাদ্য, ওষুদ এবং গোলা সরবরাহ করা হয়েছে, তাই পরিস্থিতি তাদের অনুকূলেই রয়েছে I

XS
SM
MD
LG