ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা মালয়শিয়ার বিশেষজ্ঞদের কাছে মালয়শিয়ান এয়ালাইন্সের বিদ্ধস্ত MH17 বিমানের তথ্য সংক্রান্ত ফ্লাইট রেকর্ডার হস্থান্তর করেছে।
সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেটস্কে অনুষ্ঠিত এক বৈঠকে বিমানের ব্লেকবক্সগুলো হস্থান্তর করা হয়েছে। মালয়শিয়ার প্রেসিডেন্ট নাজিব রাজাক বিদ্রোহী নেতা আলেক্সেন্ডার বোরোদাইএর সংগে টেলিফোনে আলোচনা করার কয়েক ঘন্টা পর এই হস্তান্তরের হয়।
মালয়শিয়ার কর্নেল মোহাম্মেদ সাকরী জানিয়েছেন যে বক্সগুলোর কিছু ক্ষতি হয়েছে তবে ঐগুলো অক্ষত এবং ভাল অবস্থায় আছে।
ওদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার সর্বোসম্মতিক্রমে এক প্রস্তাবে মালয়শিয়ার যাত্রীবাহী জেট বিমান ভুপাতিত করা এবং ২৯৮ জন যাত্রীর প্রান নাশের ঘটনার নিন্দা জানিয়েছে। ঐ প্রস্তাবে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রনাধীন এলাকা যেখানে ঐ বিমানটি বিদ্ধস্ত হয়েছে সেই ঘটনাস্থলে আন্তর্জাতিক তদন্তকারীদের অবাধে যাওয়ার দাবী জানানো হয়েছে।
অষ্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জুলি বিশপ ভোটের ফলাফলকে স্বাগত্ জানিয়ে বলেছেন তাঁর ভাষায় এই অত্যন্ত শোচনীয় ঘটনার এটাই হচ্ছে দ্ব্যার্থহীন জবাব।
বিমান দূর্ঘটনায় ৩৭জন অষ্টেলিয়ান নিহত হয়েছে। ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ান জানিয়েছে যে ১৭ই জুলাই পূর্ব ইউক্রেনের ওপর দিয়ে বিমানটি উড়ে যাওয়ার সময় ভূমি থেকে ছোঁড়া ক্ষপনাস্ত্রের আঘাতেই বিদ্ধস্ত হয়।