অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেইন পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন ওবামা


ইউক্রেইনের পূর্বাঞ্চলে, যেখানে মালায়শিয়ান বিমানটি দুসপ্তাহ আগে বিধ্বস্ত হয়েছিল, সেখানে দুপক্ষই সাময়িকভাবে লড়াই থামিয়েছে। ফলে, দ্বিতীয় দিনের মত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সেখানে মানুষের দেহাবশেষের জন্যে অনুসন্ধান চালাতে পারবেন।

নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার প্রায় ৭০জন তদন্তকারী শনিবার ঐ এলাকায় ফিরে গেছেন।

শুক্রবার, যুক্ররাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেই সংলাপে তিনি জানিয়েছেন, ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদের জন্যে মস্কোর আরো সহযোগিতা বাড়ানোর উদ্যোগে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।

হোয়াইট হাউসে প্রতিবেদকদের সঙ্গে কথা বলায় সময়, প্রেসিডেন্ট ওবামা বলেন, তিনি রুশ নেতার সঙ্গে এই সমস্যার কুটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেবার বিষয়টি আলোচনা করেছে। অবশ্য, তিনি বলেছেন, যুক্ররাষ্ট্র কতটা করবে তার একটা সীমা নির্ধারণ করা আছে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, দুনেতাই যোগাযোগের মাধ্যম খোলা রাখার বিষয়ে একমত হয়েছেন।

রুশ কর্মকর্তারা বলছেন, মিঃ পুতিন, মিঃ ওবামাকে বলেছেন, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় লাভের চেয়ে বরং ক্ষতিই বেশি। এর ফলে, দ্বিপাক্ষিক সহযোগিতা ও আন্তর্জাতিক স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

XS
SM
MD
LG