অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব ইউক্রেইনে প্রতিদিন অস্ত্র বিরতি লঙ্ঘিত হচ্ছে


যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা পূর্ব ইউক্রেইনে অতিসত্বর অস্ত্র বিরতি যে লংঘন করা হচ্ছে তা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফেব্রুয়ারী মাসে যে চুক্তি হয়ে ছিল তা প্রায় প্রতিদিনই লঙ্ঘিত হচ্ছে। ইউরোপীয় এবং ইউরেশিয়া বিষয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া ন্যুল্যান্ড মস্কোতে রাশিয়ার কর্মকর্তাদের সংগে আলোচনার পর সোমবার তিনি একথা বলেন।

তিনি পূর্ব ইউক্রেইনের রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদেরকেই বেশির ভাগ সহিংসতার জন্য দায়ী করেছেন এবং সংঘাতপূর্ণ এলাকার পরিস্থিতি জাচাই করার জন্য ইউরোপীয়ান পরিদর্শকদের যাতায়েতের সুযোগ দেওয়ার আহ্বান জানান। সংঘাতে সরাসরি সম্পৃক্ত হবার বিষয়টি মস্কো বরাবরই নাকোচ করে দিয়েছে। গত ১৩ মাসের সংঘাতে ৬হাজার ১ মানুষ প্রান হারিয়েছেন।

XS
SM
MD
LG