অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডনে মসজিদের বাইরে হামলাকে ‘অসুস্থ’ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


লন্ডনের একটি মসজিদের বাইরে সোমবার খুব ভোরে পথচারীদের ওপর একটি ভ্যান সজোরে চালিয়ে দিলে ১০ জন আহত হয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ঐ হামলাকে মুসলমানদের ওপর ‘অসুস্থ’ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

উত্তর লন্ডনের মুসলিম ওয়েলফেয়ার হাউস এবং নিকটবর্তী ফিনসবারি পার্ক মসজিদে মধ্যরাতের নামাজ পড়ার কিছুক্ষন পর একদল মুসল্লি বের হয়ে এলে গাড়িটি তাদের ওপর চালিয়ে দেয়া হয়।

এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। তবে তিনি হামলার কারনে, বা অন্য কোন কারনে মারা গেছেন কিনা তা স্পষ্ট না।

টেরিজা মে ঘোষনা করেছেন, রমজান মাস শেষে ঈদের নামাজ উপলক্ষ্যে পুলিশ মসজিদের নিরাপত্তা মূল্যায়ন করবে এবং প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা গ্রহন করবে।

কর্তৃপক্ষ বলেছে পুলিশ অফিসাররা, ৪৮ বছর বয়স্ক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনাস্থলে আসা অবধি, জনগন ওই ব্যক্তিকে ধরে রেখেছিল।

XS
SM
MD
LG