অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিসে ছুরির আঘাতে দু জন নিহত


প্যারিসের উপকন্ঠে আজ ছুরির আঘাতে দু জন লোক নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। ফরাসি রাজধানীর পশ্চিমে ত্রাপে শহরতলীতে এই ঘটনাটি ঘটে। স্থানীয় একজন সরকারী কর্মকর্তা জানাচ্ছেন পুলিশ ঐ আক্রমণকারীকে গুলি করে হত্যা করে।

কথিত ইসলামিক স্টেট , তাদের আরাক বার্তা সংস্থার ওয়েব সাইটে দেওয়া বিবৃতিতে এই ঘটনার দায় স্বীকার করেছে। তারা বলছে যে সব দেশ এই গোষ্ঠির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে , তাদের উপর আক্রমণ চালানোর আহ্বানে সাড়া দিয়েছে আক্রমণকারীরা ।

তবে ফরাসি সরকারের সুত্রে বলা হচ্ছে যে দু জন নিহত হয়েছে , তারা ঐ হামলাকারির মা এবং বোন।

XS
SM
MD
LG