প্যারিসের উপকন্ঠে আজ ছুরির আঘাতে দু জন লোক নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। ফরাসি রাজধানীর পশ্চিমে ত্রাপে শহরতলীতে এই ঘটনাটি ঘটে। স্থানীয় একজন সরকারী কর্মকর্তা জানাচ্ছেন পুলিশ ঐ আক্রমণকারীকে গুলি করে হত্যা করে।
কথিত ইসলামিক স্টেট , তাদের আরাক বার্তা সংস্থার ওয়েব সাইটে দেওয়া বিবৃতিতে এই ঘটনার দায় স্বীকার করেছে। তারা বলছে যে সব দেশ এই গোষ্ঠির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে , তাদের উপর আক্রমণ চালানোর আহ্বানে সাড়া দিয়েছে আক্রমণকারীরা ।
তবে ফরাসি সরকারের সুত্রে বলা হচ্ছে যে দু জন নিহত হয়েছে , তারা ঐ হামলাকারির মা এবং বোন।