অ্যাকসেসিবিলিটি লিংক

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন আমেরিকান অধ্যাপক ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপুটিয়ান


চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী দুই আমেরিকান অধ্যাপক, বামে, ডেভিড জুলিয়াস এবং ডানে আরডেম পাটাপুটিয়ান ৪ঠা অক্টোবর, ২০২১/এএফপি
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী দুই আমেরিকান অধ্যাপক, বামে, ডেভিড জুলিয়াস এবং ডানে আরডেম পাটাপুটিয়ান ৪ঠা অক্টোবর, ২০২১/এএফপি

নোবেল জুরীরা জানান, যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী,ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপুটিয়ান সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেনI তাপমাত্রা ও স্পর্শজনিত রিসেপ্টর আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কার দেয়া হয়I

জুরীরা জানান, এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের অসাধারণ আবিষ্কার গরম, ঠান্ডা এবং যান্ত্রিক শক্তি কিভাবে আমাদের স্নায়ু শক্তিকে জগতের সবকিছু উপলব্ধি করতে এবং তা মানিয়ে নিতে সাহায্য করে, তা বোঝাতে সাহায্য করবেI

জুরী জানান, আমাদের প্রতিদিনের জীবনে এসব অনুভূতিকে স্বাভাবিক বলে আমরা ধরে নেই, তবে কি করে স্নায়ুর অনুভব শুরু হয় যা আমাদেরকে তাপ ও চাপ উপলদ্ধি করার ক্ষমতা যোগায়, তা তো আমরা জানিনাI সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীরাI

সান ফ্রান্সিস্কো'র ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়াস এবং ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ-এর অধ্যাপক, পাটাপুটিয়ান মিলিতভাবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনোর বা ১ দশমিক ১ মিলিয়ন ডলার বা ১ মিলিয়ন ইউরো পাচ্ছেনI

গত বছর হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য ৩জন ভাইরোলজিস্টকে এই পুরস্কার দেয়া হয়I

২০২০ সালের পুরস্কার দেয়া হয় যখন মহামারী বৃদ্ধি পেয়েছিলোI কভিড-১৯ মহামারীর মধ্যে প্রথমবারের মত এই পুরো নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছেI

মঙ্গলবার নোবেল পুরস্কার দেয়া হবে পদার্থ বিজ্ঞানের ওপর। বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য। বিশ্ব শান্তির জন্য দেয়া হবে শুক্রবার এবং সোমবার ১১ই অক্টোবর অর্থনীতির ওপর পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে নোবেল পুরস্কার আয়োজনের সমাপ্তি ঘটবেI

XS
SM
MD
LG