নজরদারি গোষ্ঠিগুলো বলছে যে সিরিয়ায় কুর্দিদের নব বর্ষ উদযাপনের সময়ে দুটি আক্রমণে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ এ। উত্তর পুর্বাঞ্চলীয় শহর হাসাকায় কুর্দিরা নওরোজ বা তাদের নতুন বছরের প্রাক্কালে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়ে একজন আত্মঘাতী বোমাবাজ এবং একটি গাড়ি বোমা একই সঙ্গে আঘাত হানে।
ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights এই দুটি হামলার জন্যে অভিযুক্ত করেছে স্বঘোষিত ইসলামিক স্টেট নাসের জঙ্গি গোষ্ঠিটিকে । তবে এখনও কেউ এর দায় স্বীকার করেনি।
জাতিসংঘের মহাসচিব বান কী মুন এই সব বিস্ফোরণের নিন্দে করেছেন । কথিত ইসলামিক স্টেট প্রসঙ্গে তিনি বলেন এই জঙ্গি সংগঠনের ঘৃণ্য এজেন্ডার মধ্যে রয়েছে সিরিয়ায় বিভিন্ন জাতিগোষ্ঠিগত বিদ্বেষ উস্কে দেওয়া । এটা সফল হতে দেওয়া যায় না।