অ্যাকসেসিবিলিটি লিংক

S-400 ক্ষেপণাস্ত্রে সজ্জিত হতে চলেছে তুরস্ক


তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোয়ান রুশ নির্মিত সর্বাধুনিক মিসাইল ক্ষেপনাস্ত্র ব্যবস্থা, S-400 কেনার সিদ্ধান্ত ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা আঙ্কারায় জরুরি আলোচনা বৈঠকে মিলিত হন I ওয়াশিংটনের তরফ থেকে এর ভয়াবহ পরিণামের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে I এই শীর্ষ বৈঠকে নের্তৃত্ব দিচ্ছেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, MATHEW PALMER I বিশেষত যুক্তরাষ্ট্রের নির্মিত F -35 জঙ্গি বিমানের জন্যই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অতি ঝুঁকিপূর্ণ বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় I

অন্যদিকে, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন তিনি এর চাইতেও উন্নত ও ভয়ংকর S-500 কিনতে আগ্রহী রয়েছেন I

XS
SM
MD
LG