বুধবার উত্তর-পূর্ব সিরিয়ায়, সিরিয়পন্থী সরকারী সামরিক যোদ্ধাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাদের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে বলেছে, কামিশিলি শহরের কাছে খিরবেট আমো গ্রামে, যুক্তরাষ্ট্রের বাহিনী যখন টহল দিচ্ছিল তখন এই সংঘর্ষ হয়। বিবৃতিতে বলা হয় সরকার সমর্থক বাহিনী কর্তৃক দখল করা একটি চৌকিতে যুক্তরাষ্ট্রের সেনাদের উপরে, অজ্ঞাত ব্যক্তিরা ছোট অস্ত্রের হামলা চালায়।আমেরিকান সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করার পরে গুলি চালায়।
আমেরিকান সেনারা গুলিবর্ষণ করার পর ঘাঁটিতে ফিরে যায়।
সিরীয় রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম বলা হয়েছে যে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।
আমেরিকান সেনা বাহিনী থেকে বলা হয়েছে যে জোট বাহিনীর কোনও সেনা নিহত হয়নি এবং সংঘর্ষ বিষয়েতদন্ত চলছে।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে সরকারপন্থী মিলিশিয়া বাহিনী এবং এলাকার বাসিন্দারা আমেরিকান কনভয়কে অবরুদ্ধ করে এবং ফাকা গুলি চালায়। তার ফলে আমেরিকান বাহিনীধোঁয়ার বোমা ছোড়ে। অবজারভেটরিটি বলেছেউত্তেজনা বৃদ্ধি পায় এবং একজন নিহত হন ।