অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে মসজিদে জুমা নামাজ আদায়


তুরস্ক সরকার লক ডাউনের নিষেধাজ্ঞা শিথিল করে দিলে, জনগণ মসজিদে গিয়ে জুমা নামাজ আদায় করেন, তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই I এই নিষেধাজ্ঞা তুলে দেবার পরেও ৬৫ বছরের উর্ধে কাউকে নামাজ পড়তে দেয়া হয়নি; তবে অনেককে মাসজিদে ঘুরতে দেখা যায় I রাজধানী আঙ্কারায় জনগণ বৃষ্টি-বর্ষা উপেক্ষা করে ঐতিহাসিক হাজি বায়রাম মসজিদে জামায়াতে অংশ নেন I

মসজিদের প্রবেশ পথে তাদেরকে স্যানিটাইজার, হাতের গ্লাভস ও নামাজের মাদুর দেয়া হয় I

XS
SM
MD
LG