তুরস্ক তার জেলবন্দীদের ভেতর যাঁদের কারাবাসের মেয়াদ পূর্ণ হতে দু’ বছরের কম সময় বাকি রয়ে গিয়েছে এমোন ৩৮ হাজার কয়েদীকে কারামুক্ত করার চিন্তাভাবনা করছে- যাতে এই হালে ব্যর্থ অভ্যুত্থানের দায়ে গ্রেফতারকৃত হাজার হাজার কয়েদীর জন্যে জেলখানাগুলোয় স্থান সংকুলান হতে পারে।
তুরস্কের বিচার দফতরের মন্ত্রী বেকীর বোযদাগ টুইট প্রকাশনার বেশ কয়েকবারের সংষ্করণে এই ফরমানের কথা ঘোষনা করেছেন। মন্ত্রী বলেন- এটা কোনো ক্ষমামঞ্জুরী নয়, জেলের বাইরে নজরদারীর মধ্যে রেখে এ মেয়াদ পূর্ণ করবার বন্দোবস্ত করা হবে।