তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান সোমবার বলেছেন, সিরিয়া-কুর্দিস্তান সীমান্তে যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন ৩০ হাজার সৈন্যের নিরাপত্তা বাহিনীকে দমন করবে তুরস্ক।
আঙ্কারার বাইরে এক টেলিভিশন বক্তব্য এরদোয়ান বলেন, “যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে তারা আমাদের দেশের সীমান্তে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে, জন্মের আগেই ঐ সন্ত্রাসী বাহিনীকে দমন করা।"
এরদোয়ান সোমবার ঘোষণা করেছেন যে, তুরস্ক কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চল Afrin এবং Manbij এ অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে।