অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প অস্বীকার করছেন যে তিনি, দোষী সাব্যস্ত এক ব্যক্তির সাজা সম্পর্কে হস্তক্ষেপ করেছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, এই কথা অস্বীকার করছেন যে তিনি, তাঁর সরকার, দোষী সাব্যস্ত এক ব্যক্তির সাজা সম্পর্কে যে সুপারিশ করেছে তাতে তিনি হস্তক্ষেপ করেছেন। রাজনৈতিক ক্ষেত্রে প্রেসিডেন্টের এক পরামর্শক -- ওই ব্যক্তি, কংগ্রেসের কাছে মিথ্যে বলার জন্য দোষী সাব্যস্ত হন।

মঙ্গলবার ওভাল অফিসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার সম্পূর্ণ অধিকার আছে হস্তক্ষেপ করার। আমি সাধারণত হস্তক্ষেপ করি না।” তিনি বলেন “আমি তাদের সঙ্গে কথা বলিনি। তারা যে সুপারিশ করেছেন আমার মনে হয়েছে তা হাস্যকর। আমার কাছে মনে হয়েছে পুরো মামলাটি হাস্যকর।আমাদের দেশের জন্য তা অপমানজনক।"

কেন্দ্রীয় সরকারের অভিসংশকরা তার আগের দিন রজার স্টোনকে সাত থেকে নয় বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন। ট্রাম্পের একজন সহযোগীরজার স্টোনের বিরুদ্ধে অভিযোগ -- যে তিনি কংগ্রেসের কাছে মিথ্যা কথা বলেছেন, সাক্ষীদের বিষয়ে হস্তক্ষেপ করেছেন এবং ২০১৬ সালের নির্বাচনেরাশিয়ান হস্তক্ষেপের বিষয়ে তৎকালীন বিশেষ পরামর্শদাতা রবার্ট মুলারের তদন্তে বাধা দিয়েছেন।

XS
SM
MD
LG