অ্যাকসেসিবিলিটি লিংক

ত্রিপোলি বিমান বন্দরে আর্টিলারি হামলা বৃদ্ধি


লিবিয়ার কর্তৃপক্ষ জানান রাজধানী ত্রিপোলি ও বিমান বন্দর সংলগ্ন এলাকায় আর্টিলারি হামলা বৃদ্ধি পেয়েছে, যে হামলার জন্য জেনারেল খলিফা হাফতারের বাহিনীকে দোষারোপ করা হয়I পূর্বাঞ্চলীয় এলাকার কমান্ডার, জেনারেল হাফতার ত্রিপোলিকে কব্জা করার জন্য লড়ে যাচ্ছেনI ভারী আর্টিলারির আঘাতে বিমান বন্দরের ফুয়েল ট্যাংকে আগুন ধরে যায় এবং যাত্রীবাহী কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়Iএমনই একটি প্লেনের স্পেনে আটকা পড়া লিবীয়দের দেশে ফিরিয়ে আনবার কথা ছিলI

২০১১ সালে লিবীয় নেতা কর্নেল গাদ্দাফি'র পতনের পর সেখানে ক্ষমতার লড়াই শুরু হয় I গাদ্দাফি'র সমর্থক, জেনারেল খলিফা হাফতার পূর্বাঞ্চলীয় এলাকার কর্তৃত্ব গ্রহণ করেনI এবং জাতিসংঘের তদারকিতে ত্রিপোলিতে এক পুতুল সরকার বসানো হয়I জেনারেল হাফতার সেই সিদ্বান্ত মেনে নিতে পারেন নি; তবে ত্রিপোলিতে বহু লোকের প্রাণহানি ঘটবে, সেই লক্ষ্যে বড় কোনো অভিযানও পরিচালনা থেকে বিরত রয়েছেনI

XS
SM
MD
LG