যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা পুনর্বহাল এবং যে হাজার হাজার মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তাদের প্রয়োজন মেটানোর প্রচেষ্টা মঙ্গলবারও অব্যাহত ছিল। কর্তৃপক্ষরা এদিন ঘূর্ণিঝড়ে ক্ষয়-ক্ষতির মূল্যায়ন করার চেষ্টা করেছেন।
কেন্টাকি এবং আরও কয়েকটি রাজ্যে গত শুক্রবার রাত ও শনিবার সকালে অমৌসুমি ঘূর্ণিঝড় কয়েক দফা আঘাত হানে। এ রকম ঝড় সাধারণত বসন্তকালে ঘটে থাকে। আবহাওয়ার পরিস্থিতির কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।
ঘূর্ণিঝড়গুলোতে অন্তত ৮৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে কেন্টাকিতে প্রায় ৭৪ জন মারা যান।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার গতকাল সোমবার জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ ব্যাপক ধ্বংসাবশেষ পুনরুদ্ধারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এই পুনরুদ্ধার কাজগুলির মধ্যে রয়েছে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা, প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা এবং হাজার হাজার বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপন করা।
উদ্ধারকাজে নিয়োজিত কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে ন্যাশনাল গার্ডের প্রায় ৪৫০ জন সদস্য যোগ দিয়েছেন। যার মধ্যে ৯৫ জন নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করেছেন।
বেসিয়ার জানান, ১০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, যাদের বেশির ভাগই ডসন স্প্রিংস শহরের বাসিন্দা। ঐ শহরটিতে তিন হাজারের কম মানুষ বসবাস করেন।