সিরিয়ার অন্যতম একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠির নেতা দামেস্কের কাছে এক বিমান হামলায় নিহত হয়েছে।
শুক্রবার এই বিমান অভিযানের দায় সিরিয়ার সেনাবাহিনী স্বীকার করে। এতে আর্মি অফ ইসলাম গোষ্ঠির প্রতিষ্ঠাতা জাহরান আলৌশ এবং ঐ গোষ্ঠির বেশ কিছু নেতা নিহত হন।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটস বলেছে যে বিমান অভিযানটি সিরিয়ার রাজধানীর কাছে ওতাইয়ায় আর্মি অফ ইসলামের সদর দপ্তরে আঘাত হানে। এতে আলৌশ সহ বেশ অনেক নেতাই নিহত হন , যারা কীনা সেখানে একটি বৈঠক করছিলেন।
আজই দ্য আর্মি অফ ইসলাম আলৌশের জায়গায় এসাম আল বুওয়াজানি , যিনি আবু হাম্মাম নামেও পরিচিত , তাকে নিয়োগ করে। আলৌশের মৃত্যু ঐ সশস্ত্র বিরোধীদলের ওপর প্রচন্ড আঘাত এবং এর ফলে ২০১৬ সালের গোড়ার দিকে শান্তি আলোচনার আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান আরও খানিকটা মজবুত হলো।
এই বিমান অভিযানের দিন কয়েক আগেই সিরিয়ার শান্তি আলোচনাকে সমর্থন জানিয়ে জাতিসংঘ একটি প্রস্তাব অনুমোদন করে।