অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে শীর্ষ কূর্দী কমান্ডার নিহত


ইরাকী কর্মকর্তারা জানিয়েছেন যে ইসলামিক ষ্টেট জঙ্গিরা উর্দ্ধোতন এক কূর্দী কমান্ডার এবং আরো অন্তত ৫ কূর্দী সেনাকে হত্যা করেছে।

কর্তৃপক্ষ বলছে, শুক্রবার কিরকুক শহরের কাছে বিদ্রোহীদের সংগে লড়াইএ ব্রিগেডিয়ার জেনারেল শিরকু ফাতি এবং অন্য যোদ্ধারা নিহত হন।

ফরাসী সংবাদ সংস্থা জানিয়েছে যে ঐ লড়াইএ ৪৬জন আহত হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শুক্রবার ইরাকের অন্যান্য এলাকায়ও বোমা হামলা হয়। রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৮ জনের প্রাণনাশ ঘটে।

পুলিশ জানিয়েছে বাগদাদের কন্দ্রস্থলে জনাকীর্ণ একটি বা্জার এলাকায় বিস্ফোরনটি ঘটে।

বাব আল-শারকি এলাকায় কয়েক মিনিট পরেই একটি গাড়ী বোমা বিস্ফোরিত হয়। কর্মকর্তারা জানিয়েছেন ঐ ঘটনায় ২০ আহত হয়েছে।

XS
SM
MD
LG