টোঙ্গার কাছে ডুবো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ঘটনায় সুনামি সতর্কতা জারির পর জাপানের উপকূলীয় এলাকায় এক মিটা্রের বেশি উঁচু পর্যন্ত পানির ঢেউ আছড়ে পড়লে রবিবার (১৬ জানুয়ারি) দেশটির লাখ লাখ নাগরিকদের সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে এ খবর জানায়।
এনএইচকে জানায়, সুনামির ঝুঁকি থাকায় ৮টি এলাকার ২ লাখ ৩০ হাজার মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।এই সতর্কতামূলক নির্দেশ ২০১১ সালে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তসুনামি এলাকার জন্যও দেওয়া হয়।
এনএইচকে জানায়, জাপানের দক্ষিণাঞ্চলের শিকোকু দ্বীপের কোচি এলাকায় ১০টি নৌকা উল্টে যায় এবং জাপান এয়ারলাইনস সমগ্র দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দরে ২৭টি ফ্লাইট বাতিল করে দেয়।
কিয়োডো সংবাদ মাধ্যম জানায়, আকস্মিক এই দুর্যোগের ঘটনায় অনেক এলাকায় রেল ও ডাক যোগাযোগ ব্যবস্থায় বিলম্বের সৃষ্টি হয়। অন্যদিকে অনেক এলাকাবাসীকে উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পর তাদের হিমশীতল রাত অতিবাহিত করতে হয়।
এনএইচকে আরও জানায়, জাপানের অভ্যন্তরীণ সূচকে দ্বিতীয় বৃহত্তম লাল সুনামি সতর্কতা জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে প্রিফেকচার (অঞ্চল) থেকে সকালের শেষ ভাগে তুলে নেওয়া হয়।তবে পূর্বাঞ্চলীয় এলাকা জুড়ে অপেক্ষাকৃত কম তীব্র হলুদ সুনামি সতর্কতা বজায় থাকবে।কর্তৃপক্ষ সতর্কতা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।
[রয়টার্স]