অ্যাকসেসিবিলিটি লিংক

পরিকল্পনা অনুযায়ী ২৬শে মার্চ তারা মশাল নিয়ে এগিয়ে যাবেন অলিম্পিকের আয়োজকরা


টোকিও ২০২০ অলিম্পিকের আয়োজকরা মঙ্গলবার বলেছেন, করোনভাইরাসের হুমকি সত্ত্বে পরিকল্পনা অনুযায়ী ২৬শে মার্চ তারা মশাল নিয়ে এগিয়ে যাবেন।

আয়োজক কমিটির প্রধান নির্বাহী তোশিরো মুটো বলেছেন, ঝুঁকি কমাতে, স্থানীয় সরকারের স্বাগত অনুষ্ঠানসহ খেলাধুলো সম্পর্কিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হবে।

তিনি টোকিওতে সাংবাদিকদের জানান দর্শকরা ফুকুশিমায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না এবং যারা অসুস্থ বোধ করছেন তাদের মশাল দৌড়ে অংশ না নেবার জন্য অনুরোধ করা হয়েছে।

মুটো এর আগে হুঁশিয়ার করে বলেছিলেন, উপচে পড়া ভিড় আয়োজকদেরকে মশ্লা দৌড় পরিচালনার পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য করতে পারে।

গ্রিসে দর্শক ছাড়া মশাল জ্বালানো হয়, তবে সেখানে মশালের দৌড় বাতিল করা হয়েছিল। বৃহস্পতিবার, জাপানের কর্মকর্তারা দর্শকবিহীন একটি মশাল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন।

জাপান ও আন্তর্জাতিক কর্মকর্তারা বলেছেন যে দ্রুত বর্ধনশীল করোনাভাইরাস মহামারী সত্ত্বেও তারা ২৪ জুলাই শুরু হতে যাওয়া এই বছরের অলিম্পিক গেমস বিলম্ব বা বাতিল করবে না।

XS
SM
MD
LG