অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীর থেকে হাজার হাজার অভিবাসী শ্রমিককে নিরাপদ স্থানে স্থানান্তর


Iভারতীয় অভিবাসী শ্রমিকেরা শ্রীনগরের শহরতলিতে জঙ্গিদের হামলার পর যার যার নিজের রাজ্যে ফিরে যেতে রেল স্টেশনে অপেক্ষা করছেন, ফাইল ছবি, ১৮ই অক্টোবর, ২০২১, ছবি/দানিশ ইসমাইল/রয়টার্স
Iভারতীয় অভিবাসী শ্রমিকেরা শ্রীনগরের শহরতলিতে জঙ্গিদের হামলার পর যার যার নিজের রাজ্যে ফিরে যেতে রেল স্টেশনে অপেক্ষা করছেন, ফাইল ছবি, ১৮ই অক্টোবর, ২০২১, ছবি/দানিশ ইসমাইল/রয়টার্স

সোমবার দুজন নিরাপত্তা কর্মকর্তা জানান, কয়েক দফা হত্যাকাণ্ডের পর ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মীরের হাজার হাজার অভিবাসী শ্রমিককে রাতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন এবং শত শত লোক সেখান থেকে পালিয়ে গেছেনI

সামরিকভাবে অত্যন্ত সুরক্ষিত ঐ জায়গায় ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো সত্ত্বেও অক্টোবর মাসের শুরু থেকে সন্দেহভাজন জঙ্গিরা ৫জন অভিবাসী শ্রমিকসহ ১১ জন নাগরিককে হত্যা করে I

সম্প্রতি এসব হত্যাকান্ড বৃদ্ধির কারণ কি, তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, বহু দশক ধরে কাশ্মীর নতুন দিল্লির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের একটি ক্ষেত্রI পাকিস্তান ও ভারত উভয়েই সম্পূর্ণ কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে থাকে, তবে তারা কাশ্মীরের আলাদা দুই অংশ শাসন করছে।

প্রচার মাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধতন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, "আমরা হাজার হাজার শ্রমিককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং তাদের বাসস্থানে ফিরে যেতে সাহায্য করছি"I

কর্মকর্তা আরো জানান, অন্যান্য এলাকায় নিরাপত্তা বাহিনী জঙ্গিবাদী সহিংসতা এড়াতে টহল অভিযান বৃদ্ধি করেছেI

কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের একজন সরকারি মুখপাত্র অভিবাসী কর্মচারীদের স্থানান্তরের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেনI

বিহার থেকে আসা অভিবাসী শ্রমিকদের ওপর হামলার পর শ্রমিকদের অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়I পুলিশ জানায় জঙ্গিরা কাশ্মীরের কুলগাম শহরে একটি ভাড়া করা রুমে প্রবেশ করে তাদের ওপর গুলি চালালে ২ জনের মৃত্যু হয় এবং ১জন আহত হনI

বহু বছর ধরে মুসলিম অধ্যুষিত কাশ্মীরে সহিংস ঘটনা অব্যাহত রয়েছে, তবে সাম্প্রতিক সময়ের হামলাগুলি অভিবাসী শ্রমিক, সংখ্যালঘু হিন্দু ও শিখ সম্প্রদায়ের লোকজনসহ কাশ্মীরি নন এমন জনগণকে লক্ষ্য করে পরিচালিত হয়I

XS
SM
MD
LG