অ্যাকসেসিবিলিটি লিংক

বড়দিনের সপ্তাহান্তে ওমিক্রনের বাধা, বিশ্বজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল


বড়দিনের প্রাক্কালে ফ্লাইটস বাতিল হওয়ার কারণে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাত্রীদের ভীড়, ২৪শে ডিসেম্বর, ২০২১, ছবি দিউ নালিও চেরি/রয়টার্স
বড়দিনের প্রাক্কালে ফ্লাইটস বাতিল হওয়ার কারণে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাত্রীদের ভীড়, ২৪শে ডিসেম্বর, ২০২১, ছবি দিউ নালিও চেরি/রয়টার্স

ওমিক্রন প্রকরণের কারণে সৃষ্ট কভিড-১৯ সংক্রমণ ছুটি উদযাপনকারীদের জন্য বড় রকমের অনিশ্চয়তা ডেকে আনার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক বিমান সংস্থাগুলো বিশ্বজুড়ে বড়দিনের সপ্তাহান্তে ৪,৩০০ উড়ান বাতিল করেছে।

বিমান উড়ান নজরদারি ওয়েবসাইট ফ্লাইট এওয়ারে ডট কম জানায় বিমান সংস্থাগুলো বড়দিনের আগের দিন, বিশেষত যেদিন বিমান চলাচল বেশি হয়ে থাকে, সেই শুক্রবার বিশ্বব্যাপী অন্তত ২,৩৬৬টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এবং প্রায় আরো ৯,০০০ ফ্লাইট বিলম্বিত হয়।

ওয়েবসাইটটি জানায় রবিবার নির্ধারিত ৩৬৫টি ফ্লাইটসহ বিশ্বজুড়ে ১,৬১৬টি বড়দিনের ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়েবসাইটটি জানায় গত বছর এই একই ৩দিনে ১,৯১,০০০ এর বেশি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করেছিল।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং যুক্তরাষ্ট্রে আসা ও যাওয়া বাণিজ্যিক বিমান যাত্রী পরিবহনে এক চতুর্থাংশেরও বেশি বাতিল ফ্লাইট করা হয়।

যুক্তরাষ্ট্রে ছুটির সপ্তাহান্তে প্রথম ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ইউনাইটেড ও ডেল্টা এয়ারলাইন্স, যারা কভিড-১৯ সংক্রমণের কারণে ক্রু সদস্যদের ঘাটতি দেখিয়ে যৌথভাবে শুক্রবার প্রায় ২৮০টি ফ্লাইট বাতিল করে দেয়।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক দিনগুলোতে ওমিক্রন প্রকরণের কারণে কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পায়, যা প্রথম শনাক্ত হয় নভেম্বরে এবং এখন যা তিন-চতুর্থাংশ নতুন সংক্রমণের জন্য দায়ী। পূর্বাঞ্চলেরউপকুলীয় এলাকার ৯০% অঞ্চলে এই ওমিক্রণ ছড়িয়ে পড়েছে।রয়টার্স ‘এর তথ্য অনুযায়ী গড়ে যুক্তরাষ্ট্রে নতুন করোনা ভাইরাস ৪৫% বৃদ্ধি পেয়ে গত সপ্তাহে তা ছিল দিনে ১,৭৯,০০০।

নিউ ইয়র্ক এবং অন্যান্য অন্তত ১০টি রাজ্যে বৃহস্পতিবার বা শুক্রবার তা এক দিনের নতুন রেকর্ড মাত্রায় পৌঁছায়।

XS
SM
MD
LG