অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিবাদকারীদের দখলে থাইল্যান্ডের সামরিক বাহিনীর সদরদপ্তর



থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার বিরোধী অন্তত ১ হাজার প্রতিবাদকারী সামরিক বাহিনীর সদরদপ্তর ভেংগে ঢুকে পরে।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।

সামরিক কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীরা শুক্রবার জোর করে সেনাচত্বরে ঢুকে পরে এবং সামরিক বাহিনীকে তাদের সংগে যোগ দিয়ে সরকারকে উতখাত করারাও দাবী জানায়।

প্রতিবাদ বিক্ষোভ রাজধানীর সর্বত্রই ছড়িয়ে পরেছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত সরকারের প্রত্যেকটি মন্ত্রণালের দখল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার গৃহীত অনাস্থা ভোটে মিস ইংলাক সিনাওয়াত জয়ী হয়েছেন।

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বিকৃতী জানিয়েছেন এবং পরিস্থিতি নিরসনের জন্য আলাপ আলোচনার আহ্বান জানান। তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
XS
SM
MD
LG