আজ শনিবার আফগানিস্তানের দক্ষিণ পুর্বাঞ্চলের গজনি প্রদেশের একটি স্কুলের ওপর মর্টার আক্রমণে কমপক্ষে চারজন স্কুল শিক্ষার্থী নিহত এবং বারোজনের ও বেশি আহত হয়েছে।
আক্রমণটি এমন এক সময়ে ঘটলো যখন কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণূ আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের এলাকা তালিবান দখল করে নিয়েছে এবং দেশের অন্যত্র সরকারী বাহিনীর নতুন করে ক্ষয়ক্ষতি করেছে।
প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আরিফ নুরি ভয়েস অফ আমেরিকাকে বলেন ঐ ঘটনায় আহত আরও ১৫ জনের মধ্যে দু জন শিক্ষক ও রয়েছেন। তাৎক্ষণিক ভাবে এটা নিশ্চিত করা যায়নি যে আফগান বাহিনী নাকি তালিবান বিদ্রোহীরা আন্দার জেলায় এই স্কুলের উপর এই মর্টার নিক্ষেপ করে । নুরি বলছেন যে এই ঘটনার ব্যাপারে সরকারি তদন্ত শুরু হয়েছে।
একদিকে বসন্ত আসার সঙ্গে সঙ্গে এই লড়াই অনেকগুলো আফগান প্রদেশে আরো তীব্র হয়ে উঠেছে, আবার অন্যদিকে ১৮ বছর ধরে চলে আসা এই আফগান যুদ্ধের অবসানের লক্ষ্যে, যুক্তরাষ্ট্রের নের্তৃত্বে তালিবানের সঙ্গে আপোষ নিস্পত্তির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গত সপ্তায় ২০ জন শিশু এবং ৬ জন নারীসহ প্রায় ৩৫ জন অসামরিক আফগান নাগরিক, সংঘর্ষ সম্পর্কিত ঘটনাগুলোতে প্রাণ হারিয়েছে।