অ্যাকসেসিবিলিটি লিংক

"আফগানিস্তান ত্যাগে কাউকে বাধা দেয়া হবে না"- তালিবানের এই বিবৃতিকে ইতিবাচক বলছে যুক্তরাষ্ট্র


মস্কোতে আফগান-রাশিয়া সম্মেলনে দলের প্রতিনিধি দলের সদস্য স্টানিকজাই বলেছেন, যুক্তরাষ্ট্র পরিচালিত আলোচনা থেমে গেলেও, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ, ফাইল ছবি, ২৮শে মে, ২০১৯-করজোভ/এএফপি
মস্কোতে আফগান-রাশিয়া সম্মেলনে দলের প্রতিনিধি দলের সদস্য স্টানিকজাই বলেছেন, যুক্তরাষ্ট্র পরিচালিত আলোচনা থেমে গেলেও, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ, ফাইল ছবি, ২৮শে মে, ২০১৯-করজোভ/এএফপি

তালিবানের দেয়া প্রতিশ্রুতি যে প্রেসিডেন্ট বাইডেনের নির্ধারিত ৩১শে আগস্টের পরেও আফগানিস্তান ত্যাগ করতে কাউকে বাধা দেয়া হবে না, যুক্তরাষ্ট্র তার প্রতি সাধুবাদ জানিয়েছে I ঐ তারিখের মধ্যে আমেরিকান এবং নেটো সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করার কথা।

তালিবানের এক কেন্দ্রীয় নেতা টেলিভিশন ভাষণে, বৈধ কাগজপত্র ও পাসপোর্ট আছে এমন আফগান জনগণ আকাশ বা স্থলপথে তাদের ইচ্ছায় আফগানিস্তান ছেড়ে চলে যেতে পারবেন এই ঘোষণা দেয়ার পর, আফগানিস্তান বিষয় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, জালমি খলিলজাদ এই সাধুবাদ জানানI

টুইটার বার্তায় খলিলজাদ বলেন, এই বিবৃতি ইতিবাচকI আমরা, আমাদের মিত্র ও আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রতিশ্রুতি পালনে তাদের দায়বদ্ধ করবোI
.
আশংকা রয়েছে যে তালিবান বাহিনী আমেরিকান, তৃতীয় কোন দেশ বা যেসব আফগান নাগরিক বিদেশী সেনাদের জন্য কাজ করেছেন, তাদের ৩১শে আগস্টের পরে অবাধে চলে যাওয়ার অনুমতি দেবে না। সেই উদ্বেগ প্রশমনে কাতার ভিত্তিক তালিবান রাজনৈতিক কমিশনের উপ-প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই শুক্রবার এই ভাষণ দিয়েছেন I

স্টানিকজাই বলেন, "প্রথমে বিদেশী সেনাদের প্রত্যাহার শেষ হোক, তারপর স্বদেশী লোকজন, যারা আমেরিকানদের সহায়তা বা অন্যান্যভাবে সাহায্য করেছেন, তারা যদি চান, অথবা অন্য যে কোনো কারণে দেশ ছেড়ে চলে যেতে পারেনI কাবুলবিমান বন্দরসহ, সব বিমানবন্দর তাদের ভ্রমণের জন্য উন্মুক্ত রাখা হবে"।

XS
SM
MD
LG