অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ানের প্রথম মহিলা প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর চীনের সতর্কবাণী


তাইওয়ানের প্রথম মহিলা প্রেসিডেন্ট শুক্রবার শপথ গ্রহণ করার কয়েক ঘণ্টার মধ্যে চীন তাইওয়ানকে সতর্ক করছে---তারা যেন চীন থেকে বিচ্ছিন্ন হবার চেষ্টা না করে।
চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরএকটি বিবৃতিতে জানিয়েছেন যে তাইওয়ান যদি স্বাধীনতার দিকে অগ্রসর হয় তাহ'লে ঐ অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা দুঃসাধ্য হয়ে পড়বে।
সাই ইং ওয়ান তার শপথ গ্রহণ অনুষ্ঠানের ভাষণে চীনের সংগে ইতিবাচক সংলাপের আহ্বান জানিয়েছেন।

তাইওয়ানের প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনে স্বাধীনতাপন্থী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বা ডিপিপি দলের মিস সাই বিপুল ভোটে জয় লাভ করেন। গত আট বছর যাবত ন্যাশনালিষ্ট পার্টিবা কেএমটি দলের বেজিং-এর সংগে উন্নয়ন মূলক সম্পর্ক ছিল তাদের হারিয়ে দিয়ে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি জয়ী হয়েছে।

XS
SM
MD
LG