অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতকে ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড


ভারতের অধিনায়ক বিরাট কোহলি খেলা শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে অভিনন্দন জানাচ্ছেন। অক্টোবর ৩১, ২০২১।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি খেলা শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে অভিনন্দন জানাচ্ছেন। অক্টোবর ৩১, ২০২১।

টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ভারতকে ৮ উইকেটে হারিয়েছে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে ১১০ রান করে। জবাবে নিউজিল্যান্ড ৩০ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

এই ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রবীন্দ্র জাদেজা। তিনি ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সবোর্চ্চ রান করেন হারদিক পান্ডে। তিনি ২৪ বলে ২৩ রান করেন।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ২০ রানে তিন উইকেট নেন এবং ইশ সোধি ১৭ রানে ২ উইকেট নেন। একটি করে উইকেট পান টিম সাউদি এবং অ্যাডাম মিলনে।

জবাবে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেলের ৩৫ বলে ৪৯ এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের ৩১ বলে ৩৩ রানে নিউজিল্যান্ড সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি।

ভারত এর আগের ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল।

XS
SM
MD
LG