অ্যাকসেসিবিলিটি লিংক

সিরীয় টিভি: সৈন্যরা কুয়াসিরে বিদ্রোহীদের শক্ত ঘাটিতে প্রবেশ করেছে



সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে সরকারী সৈন্যরা বিদ্রোহী নিয়ন্ত্রিত কুসায়ের শহরে প্রবেশ করেছে । তারা দামেস্ক ও ভুমধ্যসাগরীয় অঞ্চলের সংযোগকারী ঐ শহরটিতে সপ্তা ব্যাপী অভিযান চালিয়ে নিজেদের নিয়ন্ত্রণে আবার নিয়ে এসছে।

সিরীয় টেলিভিশন বলছে যে সরকারী নিরাপত্তা বাহিনী আজ কুসায়েরে প্রবেশ করে এবং তাদের কথায় সন্ত্রাসীদের সন্ধান করা শুরু করে ।, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে যারা ক্ষমতাচ্যূত করতে চায় সরকার তাদের সন্ত্রাসী বলে থাকে।

সিরিয়ার একজন কর্মকর্তারা পশ্চিমি সংবাদ মাধ্যমকে বলেছেন যে সরকারী সৈন্যরা সেখানকার পৌরসভার সদর দপ্তর এবং আশ পাশের ভবন দখল করে নিয়েছে। তবে নিরপেক্ষ কোন সুত্র থেকে এই খবর নিশ্চিত করা যায়নি।
সিরিয়ার অদিকার গোষ্ঠিরা বলছে যে নিরাপত্তা বাহিনী রোববার দিনের বেলায় তাদের অভিযান তীব্র করে তোলে এবং তারা বিমান হামলা এবং গোলা নিক্ষেপ করে শহরটি দখল করার চেষ্টা করে। এর ফলে বেশ কিছু বাড়ী ঘরের ক্ষতি হয়।

এদিকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলছেন যে তিনি আগামি বছরের নিবাচনের আগে ক্ষমতা ত্যাগ করবেন না। আর্জেন্টিনার একটি পত্রিকা ক্ল্যারিনে, মি আসাদের এই বক্তব্য প্রকাশিত হয়।
XS
SM
MD
LG