তুরস্ক মঙ্গলবার সিরিয়ার ইদলিব প্রদেশে সিরিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে। গত কয়েকদিনের মধ্যে এটি তৃতীয় বার। নয় বছরের যুদ্ধে নয় বছরের পুরানো যুদ্ধে দুটি জাতীয় সেনাবাহিনীর মধ্যে অবিচ্ছিন্ন সংঘর্ষ নতুন ধাপের ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে এই সাম্প্রতিক আক্রমণকে।
টুইটারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছে তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার সরকারী বাহিনীর এল-৩৯ যুদ্ধবিমানকে ভুপাতিত করেছে। সিরিয়ার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন জানিয়েছে যে বিদ্রোহী অধিষ্ঠিত ইদলিব অঞ্চলে "সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ঐ যুদ্ধবিমানগুলো। তবে বিমানের পাইলটদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
তুরস্ক ইদলিবে অবস্থানরত বিরোধী যোদ্ধাদের সমর্থন করার জন্য কয়েক হাজার সেনা সেখানে পাঠিয়েছে। এরদোয়ান বলেছেন যে তিনি, এই সপ্তাহের শেষে মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের পর সিরিয়াতে যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী।তবে রাশিয়া সমর্থিত বাহিনীর কারণে সিরিয়া এবং তুর্কি সেনাবাহিনীর মধ্যে ঐ অঞ্চলে আরও বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে যেখানে উভয় পক্ষের কয়েক ডজন লোক নিহত হয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এ মাসে সংঘর্ষে তুরস্কের ৫৫ জন নিহত হয়েছে। রাশিয়া-সমর্থিত সিরিয়ান বাহিনীর এক বিমান হামলায় বৃহস্পতিবার ৩৩ তুর্কী সেনা নিহত হয়েছে।