অ্যাকসেসিবিলিটি লিংক

দামেস্কের অদূরে ইসরাইলের বিমান হামলা


সিরিয়া-ইসরাইল সীমানা আয়রন ডোম মিসাইল বিধ্বংস ব্যবস্থা, ফাইল ছবি, ১৮ই নভেম্বর, ২০২০ ছবি, হামাদ আল মাক্ত-রয়টার্স
সিরিয়া-ইসরাইল সীমানা আয়রন ডোম মিসাইল বিধ্বংস ব্যবস্থা, ফাইল ছবি, ১৮ই নভেম্বর, ২০২০ ছবি, হামাদ আল মাক্ত-রয়টার্স

ইসরাইল দামেস্কের কাছে শুক্রবার ভোরে, কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালালে সিরীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নিI সিরীয় সংবাদ মাধ্যম জানায় এই দ্বিতীয় হামলাটি ঠিক ২ সপ্তাহ পরে চালানো হোল I

ইসরাইলের সামরিক বাহিনী এই খবরের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেI সিরীয় সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে সেখানকার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, সিরিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সকল ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপতিত করে এবং জানায় রাত ১.২৬ মিনিটের ঐ হামলায় তাদের যৎসামান্য ক্ষয়ক্ষতি হয়েছেI

ইসরাইল, বহু বছর ধরে এ ধরণের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে, যেগুলিকে তারা ইরান-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু বলে চিহ্নিত করে থাকেI সিরিয়াতে হেজবোল্লাহসহ তেহরান সমর্থনপুষ্ট বাহিনী, ২০১১ সিরীয় সঙ্কট শুরু হওয়ার পর, প্রেসিডেন্ট বাসার আল আসাদ'র সমর্থনে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছেI

রাতের বেলায় সিরিয়া যে সময়টাতে বিমান হামলার খবর দেয়, তখন ইসরাইলের মধ্যাঞ্চলের বহু বাসিন্দা প্রকট বিস্ফোরণ শোনার কথা জানানI

ইসরাইলের ওয়েব সংবাদ মাধ্যম, "ওয়াইনেট" জানায়, এটা ছিল একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রযা সমুদ্রের ওপরে বিস্ফোরিত হয়I ইসরাইলের সামরিক বাহিনী এ ব্যাপারে তাত্ক্ষণিক কোনো মন্তব্য করে নিI

XS
SM
MD
LG