সিরিয়ায় বিদ্রোহী এবং হোমস শহরের অধিবাসীরা জানিয়েছে যে আসাদপন্থী জঙ্গী এবং সেনা বাহিনী একটি জানাজার শোক মিছিলে্র উপরে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করে। ঐ ঘটনাটি ঘটে শহরের খালেদ আল ওয়ালিদ মসজিদের বাইরে। সোমবার নিরাপত্তা বাহিনীর আক্রমনে যে ১০ ব্যাক্তি নিহত হয়, তাদেরই জানাজায় এই শোকার্তরা মিলিত হয়েছিল। কিছু এলাকাবাসী জানিয়েছে যে সরকার সমর্থক বাহিনী রাস্তায় এলোপাথারী গুলি চালালে মানুষ নিজেদের বাড়ীতে লুকিয়ে পরে। হোমস শহরে পরপর দুইদিন আসাদের সংখ্যালঘু দল আলাইউত এবং সংখ্যগরিষ্ট সূন্নীদের মধ্যে গোষ্ঠিগত লড়াই হবার পর সরকার এই হিংসাত্মক আক্রমন চালায়। শনিবার দিন ঐ শহরে তিন আলাইউত সমর্থকের ছিন্ন-ভিন্ন দেহ তাদের আত্মীয়দের কাছে ফিরিয়ে দেওয়ার পর ঐ লড়াই ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীর জানিয়েছে যে আসাদ সমর্থকেরা এলোপাথারী গুলী, অগ্নিসংযোগ, এবং সুন্নীদের দোকানপাট ভাংচুর করে। শনি এবং রবিবারের হানাহানীতে অন্ততঃ ৩০ ব্যাক্তি নিহত হয়।