সিরিয়ার সরকার এবং বিরোধীরা বুধবার যখন প্রথমবারের মতো জাতিসংঘের শান্তি সম্মেলনে মিলিত হয় তখন তারা ক্ষোভের সঙ্গে তাদের বৈরিতা প্রকাশ করে। ওদিকে বিশ্বশক্তিগুলো প্রেসিডেন্ট বাসার আল আসাদের ভবিষ্যৎ বিষয়ে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করে।
Swiss শহর Montreux তে যুক্তরাষ্ট্র ও সিরিয়ান বিরোধীরা আলোচনা শুরু করে। গোড়াতেই তারা বলে যে মি আসাদ তার বৈধতা হারান যখন তিনি এক সময়ের শান্তিপর্ণ প্রতিবাদ আন্দোলন দৃঢ় ভাবে দমন করন।
বিরোধী নেতা আহমেদ জারবা সিরিয়ান নেতার বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি নাৎসিদের মতো যুদ্ধ অপরাধ করেছেন এবং বলেন পশ্চিমী দেশগুলো সমর্থিত Syrian National Coalition কখনই অন্তর্বর্তী প্রশাসনে মি আসাদের কোন ভূমিকা মেনে নেবে না।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম এক কড়া জবাবে বলেন যে সন্ত্রাসী ও বিদেশীদের হস্তক্ষেপে তার দেশ ছিন্নভিন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মোয়াল্লেম এর ভাষণকে উষ্কানিমূলক বলে আখ্যায়িত করে। তারা বলেছে এই বৈঠকের যে লক্ষ্য তার সঙ্গে এটা সঙ্গত নয়। সমাবেশের লক্ষ্য হচ্ছে অন্তর্বর্তীসরকার গঠনের প্রক্রিয়া শুরু করা।
Swiss শহর Montreux তে যুক্তরাষ্ট্র ও সিরিয়ান বিরোধীরা আলোচনা শুরু করে। গোড়াতেই তারা বলে যে মি আসাদ তার বৈধতা হারান যখন তিনি এক সময়ের শান্তিপর্ণ প্রতিবাদ আন্দোলন দৃঢ় ভাবে দমন করন।
বিরোধী নেতা আহমেদ জারবা সিরিয়ান নেতার বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি নাৎসিদের মতো যুদ্ধ অপরাধ করেছেন এবং বলেন পশ্চিমী দেশগুলো সমর্থিত Syrian National Coalition কখনই অন্তর্বর্তী প্রশাসনে মি আসাদের কোন ভূমিকা মেনে নেবে না।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম এক কড়া জবাবে বলেন যে সন্ত্রাসী ও বিদেশীদের হস্তক্ষেপে তার দেশ ছিন্নভিন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মোয়াল্লেম এর ভাষণকে উষ্কানিমূলক বলে আখ্যায়িত করে। তারা বলেছে এই বৈঠকের যে লক্ষ্য তার সঙ্গে এটা সঙ্গত নয়। সমাবেশের লক্ষ্য হচ্ছে অন্তর্বর্তীসরকার গঠনের প্রক্রিয়া শুরু করা।