অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় রয়েছে বিপুল রাসায়নিক অস্ত্র সম্ভার


মনে করা হচ্ছে সিরিয়ায় রয়েছে বিশ্বের বৃহত্তম রাসায়নিক অস্ত্রের ভান্ডার যার মধ্যে রয়েছে সারিন ও মাস্টার্ড গ্যাস এবং ভি এক্স স্নায়ু গ্যাস।

ঠিক কি পরিমাণ রাসায়নিক অস্ত্র সম্ভার রয়েছে সেটি দেশের বাইরে অজানা তবে পশ্চিমের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার প্রতি বছর তাদের গবেষণা ও উৎপাদন স্থাপনায় শত শত টনের রাসায়নিক অস্ত্র তৈরি করছে।

রাসায়নিক অস্ত্রের কয়েকটি জানা স্থান হচ্ছে সিরিয়ার পশ্চিমাঞ্চলের শহর হমস , হামা , লাতাকিয়া ও আল সাফির এবং রাজধানী দামেস্কের নিকটবর্তী স্থান তবে গোটা দেশেই কিছু কিছু গ্যাস লুকোনো থাকতে পারে।

গত বছর সিরিয়া অপ্রচলিত অস্ত্র সম্ভারের কথা স্বীকার করেছে তবে তার অস্ত্র মওজুদের বিস্তারিত জানায়নি। দামেস্ক সরকার রাসায়নিক অস্ত্র সম্ভার নিষিদ্ধ করে কোন আন্তর্জাতিক চুক্তি ও সই করেনি। তবে এর ব্যবহার নিষিদ্ধ ,করা সংক্রান্ত ১৯২৫ সালের একটি চুক্তি তারা স্বাক্ষর করেছে।
XS
SM
MD
LG