অ্যাকসেসিবিলিটি লিংক

সিরীয় সৈন্যরা আবাসিক এলাকাগুলিতে নিষিদ্ধ গুচ্ছ বোমা বর্ষণ বৃদ্ধি করেছে


একটি আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠি বলছে যে সিরীয় সৈন্যরা আবাসিক এলাকাগুলিতে নিষিদ্ধ গুচ্ছ বোমা বর্ষণ বৃদ্ধি করেছে। এর ফলে অসামরিক লোকজনের মধ্যে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গুচ্ছ বোমা শুন্যেই বিস্ফোরিত হয় এবং ছোট ছোট বোমা ছড়িয়ে পড়ে। সেগুলো তাৎক্ষনিক ভাবে বিস্ফোরিত না হওয়ায় পরে অসামরিক লোকজনের জন্যে হুমকি হয়ে ওঠে।

Human Rights Watch আজ বলেছে যে সিরিয়ার এই গৃহযুদ্ধের সময়ে গত ছ মাসে এই বোমা যে ১১৯টি স্থানে ব্যবহার করা হয়েছে , সেটি তারা চিহ্নিত করেছে।

এই অধিকার গোষ্ঠিটি বলছে যে গত দু সপ্তায় গুচ্ছ বোমা হামলায় ৫ জন শিশু এবং দু জন নারীসহ অন্তত ১১ জন অসামরিক লোকজন প্রাণ হারিয়েছে।
XS
SM
MD
LG