সিরিয়ার মতাদর্শ সংগ্রামীরা বলছেন, সরকারী জঙ্গী বিমানবহর পুনরায় দেশের বাণিজ্যিক রাজধানী আলেপ্পোতে বোমাবর্ষণ করেছে । এতে তিন শিশুসহ পাঁচজন মারা গেছে ।
লণ্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউম্যান রাইটস ও স্থানীয় বিরোধী সমন্বায়ক কমিটি বলেছে, সোমবার ভোরের আক্রমণে আলেপ্পোর দক্ষিণাঞ্চলে মাদি এলাকায় দুটি ভবন ভেঙ্গে পড়ে । ভিডিও ছবিতে দেখা যাচ্ছে, যারা প্রানে বেঁচে গেছে তারা এবং অন্যরা ধ্বংসস্তূপের মধ্যে হতাহতের সন্ধান করছে।
দামেস্কে সিরিয়ার তথ্য মন্ত্রী ওমরান আল যোয়াবি বলেন, বিদ্রোহীরা পরাস্ত হবে।
তিনি বলেন, এখন মাত্র কিছু সময়ের ব্যাপার। এবং তার আর বেশী দেরী নেই । আমাদের বিজয় অবধারিত। এবং তা শিঘ্রীই অর্জন করবো। যারাই আমাদের সাফল্য সম্পর্কে সন্দিহান তা সামরিক, রাজনৈতিক অথবা নিরাপত্তা ক্ষেত্রেই হোক না কেন, তা ব্যর্থ হবে । তারা বোকার মত অথবা ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছে।
জাতিসংঘ ও আরবলীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি ওই অঞ্চলে তার আলোচনা সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করবেন।
লণ্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউম্যান রাইটস ও স্থানীয় বিরোধী সমন্বায়ক কমিটি বলেছে, সোমবার ভোরের আক্রমণে আলেপ্পোর দক্ষিণাঞ্চলে মাদি এলাকায় দুটি ভবন ভেঙ্গে পড়ে । ভিডিও ছবিতে দেখা যাচ্ছে, যারা প্রানে বেঁচে গেছে তারা এবং অন্যরা ধ্বংসস্তূপের মধ্যে হতাহতের সন্ধান করছে।
দামেস্কে সিরিয়ার তথ্য মন্ত্রী ওমরান আল যোয়াবি বলেন, বিদ্রোহীরা পরাস্ত হবে।
তিনি বলেন, এখন মাত্র কিছু সময়ের ব্যাপার। এবং তার আর বেশী দেরী নেই । আমাদের বিজয় অবধারিত। এবং তা শিঘ্রীই অর্জন করবো। যারাই আমাদের সাফল্য সম্পর্কে সন্দিহান তা সামরিক, রাজনৈতিক অথবা নিরাপত্তা ক্ষেত্রেই হোক না কেন, তা ব্যর্থ হবে । তারা বোকার মত অথবা ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছে।
জাতিসংঘ ও আরবলীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি ওই অঞ্চলে তার আলোচনা সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করবেন।