সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার নিয়ে খোদ যুক্তরাষ্ট্র প্রশাসনের মধ্যে আমরা ভিন্নমত লক্ষ্য করেছি। এই ভিন্নমতের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বেশ কয়েকিদন আগে পদত্যাগ করেছেন। তবে এরই মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশক্রমে সৈন্য প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার কার্যক্রম এবং ঐ অঞ্চলের দেশগুলোর উপর এর সম্ভাব্য প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে, আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির, অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ড সাইদ ইফতেখার আহমেদের সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।