অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীষ্মের ছুটিকে ম্লান করতে পারে ভেরিয়েন্ট ও টিকাদানের হার 


যুক্তরাষ্ট্রে এক বছর আগে কভিড-১৯ 'র ব্যাখ্যা ছিল হাসপাতালে ভর্তি হওয়া, বিভিন্ন রাজ্যের বিধিনিষেধের বিবরণ ও তা মেনে চলা এবং কবে কোথায় ভ্যাকসিন উৎপাদিত হবে, কবে পাওয়া যাবে, সেই আশায় বসে থাকাI

তবে সেই চিত্রে পরিবর্তন ঘটেছে ২০২১ সালেI একাধারে টিকার লভ্যতা, টিকাদান কর্মসূচি, অন্যদিকে ভাইরাস ভেরিয়েন্টের উপস্থিতি, যে দুই প্রতিদ্বন্দ্বী শক্তি এখন যুক্তরাষ্ট্রের জীবনধারা, গ্রীষ্মের ছুটি সবকিছুই পরিবর্তিত ও নিয়ন্ত্রণ করতে চলেছেI

ভান্ডারবিল্ট মেডিকেল সেন্টারের সংক্রমণ বিষয় অধ্যাপক, ড: উইলিয়াম শেফনার বলেন, যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার কমেছে, তবে যারা ভ্যাকসিন নেন নি, তাদের ওপর এই আগ্রাসী ভাইরাস চড়াও হতে চলেছেI তিনি বলেন, আজ আমরা হাসপাতালে ভর্তির এক দুঃখজনক চিত্র দেখতে পাইI যারা চিকিৎসার জন্য আসছেন, তাদের ৯০ শতাংশই হয়, টিকা নেন নি বা অংশত নিয়েছেনI অন্যভাবে বলা যায়, ভ্যাকসিন জনগণকে হাসপাতালের বাইরে রাখতে সাহায্য করছেI

তিনি বলেন, দুর্ভাগ্যবশত এই ভেরিয়েন্ট ভাইরাস, যারা টিকা নেন নি তাদের খুঁজে পাবে, অসুস্থ করে ফেলবে, অথচ এসব কিছুই কিন্তু প্রতিরোধযোগ্যI

XS
SM
MD
LG