অ্যাকসেসিবিলিটি লিংক

বাগদাদের মধ্যাঞ্চলে আত্মঘাতী বোমায় ২১ জন নিহত


কথিত ইসলামিক স্টেট গোষ্ঠি ইরাকের রাজধানীতে উপর্যুপরি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। ঐ সব আক্রমনে কম পক্ষে ২১ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাগদাদের কেন্দ্রস্থলে দুটি শিয়া প্রধান এলাকা বাব আল শারজি এবং আল ওয়াসবা চত্বরে এই সব হামলা চালানো হয়। ঐ বিস্ফোরণে হতাহতদের মধ্যে ছিলেন অসামরিক লোকজন এবং পুলিশ ।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর থেকে ইরাক এখন সব চেয়ে মারাত্মক সঙ্কটের মুখোমুখি।

XS
SM
MD
LG