আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন। সাম্প্রতিক মাসগুলোতে এটা ছিল সবচাইতে মারাত্মক হামলা।
ফারয়াব প্রদেশের রাজধানী মায়মানার একটি মসজিদে ঈদুল আযহার নামাজের জামাতে এই বোমা হামলা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা বলেন, ঐ আত্মঘাতী হামলাকারীর লক্ষ্য ছিল স্থানীয় পুলিশ কর্মকর্তারা যারা ঈদের নামাজ পরার জন্য মসজিদের ভেতরে ছিলেন।
কর্মকর্তারা জানিয়েছে যে নিহতদের অধিকাংশই নিরাপত্তা পুলিশ ছিল। তবে বেশ কয়েকজন অসামরিক লোক এবং শিশুও ঐ হামলার শিকার।
তাতক্ষণিকভাবে কেউ ঐ হামলার দায়িত্ব স্বিকার করেনি তবে কর্মকর্তারা হত্যার জন্য তালেবানদের দায়ী করেছেন। প্রেসিডেন্ট হামিদ কারজাই এ হামলার নিন্দা জানিয়েছেন বলেছেন যারা এই ঘটনার সংগে জড়িত তারা ইসলামের এবং মানবতার শত্রু। হামিদ কারজাই ঈদের ছুটির আগে এক বিবৃতিতে তালিবানদের অনুরোধ জানান তারা যেন অস্ত্র ত্যাগ করে।
ফারয়াব প্রদেশের রাজধানী মায়মানার একটি মসজিদে ঈদুল আযহার নামাজের জামাতে এই বোমা হামলা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা বলেন, ঐ আত্মঘাতী হামলাকারীর লক্ষ্য ছিল স্থানীয় পুলিশ কর্মকর্তারা যারা ঈদের নামাজ পরার জন্য মসজিদের ভেতরে ছিলেন।
কর্মকর্তারা জানিয়েছে যে নিহতদের অধিকাংশই নিরাপত্তা পুলিশ ছিল। তবে বেশ কয়েকজন অসামরিক লোক এবং শিশুও ঐ হামলার শিকার।
তাতক্ষণিকভাবে কেউ ঐ হামলার দায়িত্ব স্বিকার করেনি তবে কর্মকর্তারা হত্যার জন্য তালেবানদের দায়ী করেছেন। প্রেসিডেন্ট হামিদ কারজাই এ হামলার নিন্দা জানিয়েছেন বলেছেন যারা এই ঘটনার সংগে জড়িত তারা ইসলামের এবং মানবতার শত্রু। হামিদ কারজাই ঈদের ছুটির আগে এক বিবৃতিতে তালিবানদের অনুরোধ জানান তারা যেন অস্ত্র ত্যাগ করে।