অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানে আন্দোলকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ; খার্তুমে ইন্টারনেট বিচ্ছিন্ন 


অক্টোবরের সামরিক অভ্যুথানের প্রতি তিরস্কার জানিয়ে একজন প্রতিবাদকারী খার্তুমে বিজয় সংকেত দেখাচ্ছেন, ২৫শে ডিসেম্বর, ২০২১, ছবি/ মারওয়ান আলী/এপি
অক্টোবরের সামরিক অভ্যুথানের প্রতি তিরস্কার জানিয়ে একজন প্রতিবাদকারী খার্তুমে বিজয় সংকেত দেখাচ্ছেন, ২৫শে ডিসেম্বর, ২০২১, ছবি/ মারওয়ান আলী/এপি

শনিবার সুদানের রাজধানী খার্তুমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সুদানের নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শীর মতে সামরিক শাসনের বিরোধীরা প্রেসিডেন্ট ভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। একই সময়ে শহরটিতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

২৫শে অক্টোবরের সামরিক অভুত্থানের পর সংঘটিত ব্যাপক আন্দোলনের এটি দশম দিন।আবদাল্লাহ হামদোককে প্রধানমন্ত্রী হিসেবে ২১শে নভেম্বর পুণর্নিযুক্ত করার পরও এই আন্দোলন চলছে। আন্দোলনকারীরা দাবি করেছেন যে অবাধ নির্বাচনের পথে অগ্রসর হওয়ার সময় সরকারে সামরিক বাহিনীর কোন ভূমিকা নেই।

রয়টার্সের আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার পার্শ্ববর্তী ওমদুরমানেও খার্তুমের সাথে সংযোগকারী একটি সেতু থেকে ২ কিলোমিটার দূরে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী আরও জানান যে রাজধানী খার্তুমের ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত করা হয় এবং সৈন্যরা দিনের শুরুতে রাস্তা বন্ধ করে রাখে। স্থানীয়রা অভ্যন্তরীণ ফোন কলের কোন সংযোগ পাননি। তবে, ইন্টারনেট বিচ্ছিন্ন করা হলেও মানুষজন সামাজিক মাধ্যমে পোস্ট করতে পেরেছেন, যাতে মাদানী ও আটবারা সহ অন্যান্য শহরে আন্দোলনের ছবি দেখা যায়।

সুদানে জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস সুদানের কর্তৃপক্ষকে শনিবারের জন্য পরিকল্পিত আন্দোলনে বাধা না দিতে অনুরোধ করেন। এ বিষয়ে মতামতের জন্য তৎক্ষনাৎ সামরিক বাহিনীর সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

সামরিক অভ্যূত্থানের পর থেকে আন্দোলন দমনের কারণে এখনও পর্যন্ত আটচল্লিশ জন মারা গিয়েছেন বলে সুদানে চিকিত্সকদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে।

XS
SM
MD
LG