অ্যাকসেসিবিলিটি লিংক

কভিড-১৯ সংক্রমণ রোধে ইন্দোনেশিয়ার কঠোর পদক্ষেপ


বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে কভিড -১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লোকজনের চলা ফেরা রোধ করতে শনিবার থেকে লক্ষ লক্ষ মানুষকে ঘরে বন্দি রাখার জন্য ইন্দোনেশিয়ার পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে। এই বিধিনিষেধের প্রথম দিন আজ  জাভা ও বালি দ্বীপপুঞ্জে রাস্তায় রাস্তায় তারা প্রতিবন্ধক তৈরি করেছে এবং ৪০০ টির ও বেশি তল্লাশি চৌকি বসিয়েছে

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে কভিড -১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লোকজনের চলা ফেরা রোধ করতে শনিবার থেকে লক্ষ লক্ষ মানুষকে ঘরে বন্দি রাখার জন্য ইন্দোনেশিয়ার পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে। এই বিধিনিষেধের প্রথম দিন আজ জাভা ও বালি দ্বীপপুঞ্জে রাস্তায় রাস্তায় তারা প্রতিবন্ধক তৈরি করেছে এবং ৪০০ টির ও বেশি তল্লাশি চৌকি বসিয়েছে। বিশ্বের এই চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ এখন এশিয়ায় করোনাভাইরাস সংক্রমণের এক কঠিন সময় অতিক্রম করছে। সেখানে গত ১২ দিনের মধ্যে আট দিনেই সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুক্রবার কভিডে ১৯ ‘এ সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ২৫,৮৩০ জন এবং মারা গেছেন ৫৩৯ জন। সেখানকার ট্রাফিক পুলিশ প্রধান ইস্তিয়োনো শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, “যেখানে সাধারণত খুব ভিড় হয় আমরা তেমন ২১ টি স্থানে টহলদারি ব্যবস্থা স্থাপন করছি । যে সব রাস্তার পাশে দোকান কিংবা ক্যাফে আছে, আমরা সেই সব রাস্তা সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত বন্ধ করে দেবো”। শনিবার থেকে যে কঠোর বিধিনষেধ চালু করা হয়েছে তা ২০ শে জুলাই পর্যন্ত বলবত্ থাকবে কিন্তু প্রয়োজন হলে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে যাতে করে প্রাত্যহিক সংক্রমণের সংখ্যা ১০,০০০ এর নীচে নামিয়ে আনা যায়।(রয়টার্স)

XS
SM
MD
LG