অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানের কর্তৃপক্ষের কাছে সমগ্র দেশের স্কুল খুলে দেবার আবেদন


জাতিসংঘের দুটি সংস্থা, UNICEF ও UNESCO দক্ষিণ সুদানের কর্তৃপক্ষের কাছে সমগ্র দেশের স্কুল খুলে দেবার আবেদন জানিয়েছে I সংস্থাগুলি যুক্তি দেখায়, যে, শিশুদের জোরপূর্বক ঘরে রেখে যে ক্ষতি হয়েছে, তা করোনা সংক্রমণের ঝুঁকির চাইতেও বেশি I সংস্থাগুলি জানায়, শিশুদের COVID-19 থেকে রক্ষা করা অতি জরুরি কাজ, তবে স্কুলে সচরাচর বাচ্চারা সংক্রমিত হয় না I
গবেষণায় ইঙ্গিত পাওয়া যায়, যে বয়স্কদের চাইতে শিশুদের সংক্রমিত হবার ঝুঁকি কম, আর অসুস্থ হলেও তারা তাড়াতাড়ি সেরে ওঠে I
দক্ষিণ সুদানে UNESCO 'র শিক্ষা বিষয়ে প্রধান, টাপ রাজ্ পান্থ বলেছেন, বর্তমানে ২০ লক্ষের অধিক শিশু ক্লাসে যাচ্ছে না ; যতই তারা স্কুলে না যাবে, স্কুলে তাদের আদৌ ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে, এমনকি তারা দৈহিক, মানসিক ও যৌন হয়রানির শিকারও হতে পারে I

XS
SM
MD
LG