অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন ডুবে যাওয়া ফেরিটির ক্যাপ্টেনের তৎপরতা ছিল হত্যাকান্ডের মতো


South Korea ferry
South Korea ferry
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন গত সপ্তাহে যে ফেরিটি ডুবে যায় তার ক্যাপ্টেন ও ক্রুর সদস্যদের তৎপরতা ছিল হত্যাকান্ডের মতো। চার শো ছিয়াত্তর আরোহী নিয়ে ফেরিটি ডুবে যায়।

সোমবার পার্ক গিইউন হাই বলেন তাদের আচরন বোধগম্য নয় বা গ্রহণ যোগ্য নয়।

শনিবার ক্যাপটেন, থার্ড মেট এবং ক্রুর এক সদস্যকে, যাত্রীদের ত্যাগ করে যাবার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
XS
SM
MD
LG