প্রেসিডেন্ট রামাফোসা সোমবার জানান, ওমিক্রন ভ্যারিয়েন্টটি সে দেশে চতুর্থ ঢেউয়ে রূপ নেয়ায় দক্ষিণ আফ্রিকা তার হাসপাতালগুলো প্রস্তুত রাখছেI
গত মাসে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভাইরাসটি প্রথম শনাক্ত হয়, যা বিশ্বব্যাপী এখন আতঙ্কের কারণ এবং বিভিন্ন সরকারসমূহ এখন আরো একটি সংক্রমণের বিস্তার আশংকা করছেনI
গত সপ্তাহে প্রতিদিনের সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়ে শুক্রবার ছিল ১৬,০০০-এর বেশি, যেখানে আগের সোমবার ছিল আনুমানিক ২,৩০০ মাত্র I
প্রেসিডেন্ট রামাফোসা তাঁর সাপ্তাহিক সংবাদ বুলেটিনে জানান, ওমিক্রন সংক্রমণ এখন দেশের ৯টি রাজ্যে দৃশ্যত প্রাধান্য বিস্তার করেছেI তিনি বেশি করে জনগণকে এই সংক্রমণের বিরুদ্ধে টিকা নেবার অনুরোধ জানিয়েছেনI
তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকায় পর্যাপ্ত পরিমানে টিকার সরবরাহ বা মজুদ রয়েছে, এই টিকা গ্রহণ আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য অপরিহার্য, কারণ লোকজন যতই টিকা নেবেন অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য আরো এলাকা উন্মুক্ত হবে"I
প্রেসিডেন্ট রামফোসা বলেন, সরকার খুব শীঘ্রই একটি জাতীয় করোনা ভাইরাস কমান্ড কাউন্সিল আয়োজন করবে, যেখানে করোনা পরিস্থিতির নিরূপন এবং লোকজনকে নিরাপদ রাখতে আরো পদক্ষেপ নেয়ার প্রয়োজন আছে কিনা, তা নির্ধারণ করা হবেI
দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য দেশের বিজ্ঞানীরা এই ওমিক্রন আরো ছোঁয়াচে কিনা, আরো ভয়ানক রোগ বিস্তার করবে কিনাএবং বর্তমান ভ্যাকসিনের বিরুদ্ধে আরো প্রতিরোধী কিনা তা নিরূপন করার আপ্রাণ প্রয়াস চালাচ্ছেনI
তবে অনেক ক্ষেত্রে চিকিৎসক ও বিশেষজ্ঞদের প্রতিনিয়ত বা সঙ্গতিপূর্ণ যে খবর আসছে তা স্বস্তির কারণ, তাতে বলা হচ্ছে যে সংক্রমণের মাত্রা মৃদু I
প্রেসিডেন্ট রামাফোসা বলেন" আমরা সংক্রমণের হার এবং হাসপাতালের ভর্তির সংখ্যার প্রতি সজাগ দৃষ্টি রাখছি"I