অ্যাকসেসিবিলিটি লিংক

সৌরশক্তি চালিত একটি উড়োজাহাজ আজ হাওয়াইএ অবতরণ করার কথা রয়েছে


সৌরশক্তি চালিত একটি উড়োজাহাজ আজ শুক্রবার হাওয়াইএ অবতরণ করার কথা রয়েছে। বিমানটি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে সবচাইতে বড় ধরণের ঝুঁকির নিয়ে বিনা তেলে ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড সৃষ্টি করতে চলেছে।

এর আগে আমেরিকার বৈমানিক ষ্টিভ ফসেট সৌরশক্তি চালিত বিমানে একা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রেকর্ড করেন। তবে সোলার ইম্পালস ২ এর পাইলট আন্দ্রে বোরসেবার্গ আগের ঐ রেকর্ডটি ভংগতে চলেছেন। Si2 জাপানে অনির্ধারিত কারনে একমাস যাত্রা বিরতির পর নাগোয়া থেকে সোমবার যাত্রা শুরু করেছে। চীনের পূর্বাঞ্চল থেকে হাওয়াই যাওয়ার পথে দূর্যোগ পূর্ণ আবহাওয়ার কারনে জুন মাসে প্রথম দিকে নাগোয়ায় অবতরণ করে।

এই বিমানটি তারা যাত্রা শেষ করবে আবু ধাবিতে।

XS
SM
MD
LG